তখন তোমার একুশ বছর বোধহয়


তখন তোমার একুশ বছর বোধহয়

তখন তোমার একুশ বছর বোধহয় 
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় 
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি 
ধরা পরেছিলো ভয়। 

গোপনের প্রেম গোপনে গিয়েছি ঝরে 
আমরা দুজনে কখন গিয়েছি সরে 
ফুলঝুড়ি থেকে ফুল ঝরে গেলে 
মালা কিসে গাঁথা হয়। 

তোমার পথের কাঁটাই ভেবেছ মোরে 
বলতে পারিনি তোমার মতন করে 
জলছবি ভেবে ভুল করেছিলে 
ভালোবাসা সে তো নয়। 

তখন তোমার একুশ বছর বোধহয় 
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় 
লজ্জা জড়ানো ছন্দে এঁকে পেয়েছি 
বরাবরই ছিল ভয়। 


তখন তোমার একুশ বছর বোধহয়



Previous
Next Post »