জে.এস.সি ২০১৭ ফলাফল প্রকাশিত হওয়ার তারিখ প্রকাশ




আপনারা যদি জে.এস.সি ২০১৭ এর রেজাল্ট প্রকাশের তারিখ জানতে চান তবে এই পোষ্টটি আপনাদের জন্য।
আসছে আগামী ৩০ শে ডিসেম্বর ২০১৭ তারিখে এ বছরের জে.এস.সি রেজাল্ট প্রকাশিত হবে, বিগত বছরের মত এবারও মোবাইল SMSOnline রেজাল্ট পাওয়া যাবে। মোবাইলের মাধ্যমে রেজাল্ট পেতে SMS পাঠাতে হবে এবং Online এ রেজাল্ট পেতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। বাংলাদেশে জে.এস.সি এবং জে.ডি.সি পরীক্ষার ফলাফল সাধারনত পরীক্ষা শুরুর পর থেকে ৯০ কার্যদিবসের মধ্যেই অথবা পরীক্ষা শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে প্রকাশিত হয়। শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ সরকারের একটি সাধারন বৈঠকের মাধ্যমে এ বছরের ফলাফল প্রকাশের তারিখ ৩০ শে ডিসেম্বর নির্ধারিত করা হয়
Online এ ফলাফল দেখার পদ্ধতি
অনলাইনে ফলাফল দেখতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, পাশের বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লাগবে।
সরাসরি রেজাল্ট দেখতে এই লিংকে যান


        OR


SMS এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি
মোবাইলের মাধ্যমে ফলাফল দেখতে নিচের মত টাইপ করে ১৬২২২ তে SMS পাঠিয়ে দিন
JSC <space> DIN <space> JSC Roll <space> 2017
এখানে DIN হল শিক্ষা বোর্ডের প্রথম ৩টি অক্ষর, আপনারা নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর ব্যবহার করবেন। য়েমন দিনাজপুর বোর্ডের জন্য DIN.
Oldest